৮ জিবি র‌্যামের রেডমি নোট ১১ এখন বাজারে

দেশের বাজারে ৮ জিবি র‌্যামের রেডমি নোট ১১ স্মার্টফোন এনেছে শাওমি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 03:21 PM
Updated : 4 July 2022, 03:21 PM

সোমবার থেকে ফোনটি শাওমির অথরাইজড স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রেডমি নোট ১১ (৮ জিবি + ১২৮ জিবি) ফোনটি গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু ও স্টার ব্লু- এ তিন রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “৯০ হার্জের রিফ্রেশ রেটসহ অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, অধিক মেমোরি এবং দীর্ঘস্থায়ী ৫ হাজার এমএএইচ ব্যাটারির ডিভাইসটিতে পাওয়া যাবে স্মুথ ও আরামদায়ক ভিডিও দেখার অভিজ্ঞতা। “

ফোনটিতে আছে এআই কোয়াড ক্যামেরা, যা ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা হাই রেজ্যুলেশনের। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর।

ফোনটির উপরে ও নিচের দিকে ব্যবহার করা হয়েছে দুটি সুপার লাইনার স্টেরিও স্পিকার, যা ‘অসাধারণ’ অডিও ও ভিডিও দেখার অভিজ্ঞতা দেবে বলে জানাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি।

ফোনটিতে রয়েছে ২ দশমিক ৪ গিগাহার্জের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাওয়ার সেভিংস ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি দেওয়ায় ফোনটি শক্তিশালী পারফরম্যান্স দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।