অফলাইন ভয়েস কন্ট্রোল এসি ও গ্যাস স্টোভ আনল যমুনা ইলেকট্রনিক্স
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 11:27 PM BdST Updated: 20 Jun 2022 11:27 PM BdST
প্রথমবারের মত বাজারে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি এবং গ্যাস স্টোভ নিয়ে এল যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস।
সম্প্রতি রাজধানীর কুড়িলে যমুনা ফিউচার পার্কে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পণ্য দুটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম, হেড অব সেলস শাহ আলমসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যমুনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহু ভাষায় কথা বলতে ও শুনতে পারা অফ-লাইন ভয়েস কন্ট্রোল এসিটি শুরুতে ইংলিশ এবং পর্যায়ক্রমে বাংলাসহ ৮টি ভিন্ন-ভিন্ন ভাষায় কথা শুনবে ও বলবে। এই এসিটি চালাতে লাগবে না ইন্টারনেট, ভয়েস এসিস্ট্যান্ট ডিভাইস, এমনকি রিমোর্ট কন্ট্রোল।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্ল্যা সেলিম বলেন, “বাংলাদেশে এই প্রথম যমুনা ইলেকট্রনিক্স নতুন ইনোভেশন যমুনা অফলাইন ভয়েস কন্ট্রোল এসি বাজারে নিয়ে এসেছে। যার মাধ্যমে যমুনা ইলেকট্রনিক্স এর ট্যাগ লাইন - ইনোভেশন ফর স্মার্টার লাইফ সফল করেছে।”
টেম্পারড গ্লাস ও স্টেইনলেস স্টিল ডিজাইনের যমুনা গ্যাস স্টোভ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, “গ্রাহকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতি লক্ষ্য রেখে যমুনা ইলেকট্রনিক্স নিয়ে এসেছে যমুনা গ্যাস স্টোভ। আজ তার অফিসিয়াল আনভেইলিং হল- যমুনা গ্যাস স্টোভ, রান্নার বহ্নিশিখা।”
বর্তমানে ১০ শতাংশ ডিসকাউন্টে যমুনা গ্যাস স্টোভ পাওয়া যাচ্ছে যমুনা ইলেকট্রনিক্সের সব প্লাজা ও ডিলার পয়েন্টে। এস্টোরযমুনা ডটকম থেকেও অনলাইনে অর্ডার করা যাবে। ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এ যমুনা এসি পাওয়া যাচ্ছে যমুনা ইলেকট্রনিক্সের সব প্লাজা ও ডিলার পয়েন্টে এবং যমুনার অনলাইনশপে।
-
পেঁয়াজের বাজারে ‘কারসাজি’, আমদানির সুপারিশ
-
বিশ্বজুড়ে ব্যাহত শস্য উৎপাদন, সহসাই কমছে না খাবারের দাম
-
বন্যাদুর্গতদের সেবায় বিকাশের ফ্রি হেলথ ক্যাম্প
-
এবি ব্যাংক ও বিকাশে টাকা আনা নেওয়া করা যাবে
-
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম অনুষ্ঠিত
-
ইলেকট্রিক মোটরসাইকেলের জোয়ার এশিয়াজুড়ে
-
রাতারাতি বড়লোক হবার মানসিকতা ত্যাগ করুন: রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?