সরকারকে ৩ কোটি টাকা রাজস্ব দিল নগদ

দেশের উদীয়মান মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লি. সরকারি কোষাগারে প্রায় ৩ কোটি ৩২ লাখ টাকা জমা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2021, 01:43 PM
Updated : 20 Sept 2021, 01:43 PM

গত ২০২০-২১ অর্থবছরে রাজস্ব ভাগাভাগির অংশ হিসাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগে এই টাকা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগদ লি. এর জন যোগাযোগ বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম।

তিনি জানান, সরকারকে গত অর্থবছরে দেওয়া এই রাজস্ব এর আগের ২০১৯-২০ অর্থবছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি। ওই অর্থবছর নগদ দিয়েছিল ১ কোটি ১২ লাখ টাকা।

‘নগদ’ এর সেবা থেকে মোট আয়ের ৫১ শতাংশ ডাক বিভাগের প্রাপ্য এবং বাকি ৪৯ শতাংশ পায় নগদ লিমিটেড, যোগ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে

নগদ এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেনের কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন।

এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেক হস্তান্তর অনুষ্ঠানে সচিব আফজাল হোসেন বলেন, ডাক বিভাগ ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড ২০১৭ সালে চুক্তির মাধ্যমে ‘নগদ’ সেবা চালু করে। সময়ের পরিক্রমায় নানা চড়াই-উৎড়াই পেরিয়ে ‘নগদ’ এখন ভালো একটি পর্যায়ে পৌঁছেছে।

“দেশে যত মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা রয়েছে, তার মধ্যে নগদ একটি শক্ত জায়গা করে নিয়েছে। নগদ এর গ্রাহক ও আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”

তিনি বলেন, “নগদ এ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মালিকানা রয়েছে, এটা সর্বজন স্বীকৃত। জনগণের সেবায় নগদ ব্যাপকভাবে ভূমিকা রাখবে এবং একসময় ক্যাশলেস সোসাইটি গড়তে বিশেষভাবে অবদান রাখবে বলে আমি বিশ্বাস রাখি।“

নগদ এর নির্বাহী পরিচালক সাফায়েত আলম বলেন, “শুরু থেকে নগদ ডাক বিভাগের নির্দেশনা অনুযায়ী সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শেষ হওয়া বছরে ডাক বিভাগ যে আয় পেয়েছে তা আগের বছরের তুলনায় অনেক বেশি।

“আগামী দিনে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে নগদ ডাক বিভাগকে আরও বেশি রাজস্ব দিতে পারবে।“