‘নগদ’ এ জাকাত-ফিতরা দিলে যাবে ২১ দাতব্য সংস্থায়

দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘ডোনেশন’ নামের একটি সেবা চালু করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2021, 03:33 PM
Updated : 6 May 2021, 03:33 PM

এই সেবার মাধ্যমে জাকাত বা যে কোনো অর্থ সহায়তা ‘নগদ’-এর মাধ্যমে দেওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, ‘নগদ’ অ্যাপে ‘ডোনেশন’ অপশনটি ক্লিক করেই গ্রাহক তার জাকাত বা অন্য দান প্রদান করতে পারবেন। ‘ডোনেশন’ বাটনে ক্লিক করার পর যে প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাতের টাকা মানুষের কাছে পৌঁছাতে চান, সেই প্রতিষ্ঠানের নাম লিস্ট থেকে নির্বাচন করতে হবে। পরিমাণ লেখার পর নিজের ওয়ালেটের পিন নম্বর দিয়ে গ্রাহক তার জাকাত প্রদান সফলভাবে সম্পন্ন করতে পারবেন।

নগদ জানায়, বর্তমানে ২১টি প্রতিষ্ঠানে ‘নগদ’ এর সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিদ্যানন্দ এক টাকার মিল, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আমার বাংলাদেশ ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইএফ), সাজিদা ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনোভেটিভ কনসালটেন্সি, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, মজার স্কুল, অভিযাত্রিক ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি, আঞ্জুমান মুফিদুল ইসলাম, কোয়ান্টাম ফাউন্ডেশন, আই কেয়ার প্রোগ্রাম, স্বপ্নযাত্রা, জাগো ফাউন্ডেশন এবং ইউনিভার্সাল হেল্প হাব (ইএইচএইচ)।