এসএমসির বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 05:03 PM
Updated : 3 March 2021, 05:03 PM

সম্প্রতি অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এসএমসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়।

সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের সেলস্ এবং মার্কেটিং, অন্যান্য টিমের কর্মীদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী।

এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আলী রেজা খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক এই অনলাইন সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের বিক্রয় অর্জন উপস্থাপন করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের অতিরিক্ত মহাব্যবস্থাপক, সেলস্ এন্ড ফিল্ড প্রমোশন সি, এন মন্ডল।

এসএমসি জানায়, প্রতিষ্ঠানটির বিভিন্ন সামাজিক উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত এবং বিশ্বব্যাপী স্বীকৃত। এসএমসি বর্তমানে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে বিশেষ অবদান রাখছে। সারাদেশে ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর এক-তৃতীয়াংশের বেশি সরবরাহ করে এসএমসি।

এসএমসি বাংলাদেশের ওরস্যালাইন-এন, জন্মবিরতীকরণ পিল, কনডম, স্যানিটারি ন্যাপকিন, ফুড এবং কনজ্যুমার পণ্য বিপণন করে থাকে।