সাবরাং ট্যুরিজম পার্কে জমি প্রদানে চুক্তি

সাবরাং ট্যুরিজম পার্কে জমি দেওয়ার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ (বেজা) ও সানসেট বে লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2021, 03:38 PM
Updated : 27 Jan 2021, 03:38 PM

বুধবার বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে এক সভায় এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সানসেট বে লিমিটেডের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ পাটোয়ারি জানিয়েছেন, জমি তৈরি হলেই তারা পার্কের কাজ শুরু করবেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ১ হাজার ৪৭ একর জমিতে ট্যুরিজম পার্কটি তৈরি হবে।

বর্তমানে সাবরাং ট্যুরিজম পার্কে প্রশাসনিক ভবনসহ ভূমি উন্নয়ন, প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ ও কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

লিজকৃত জমিতে প্রতিষ্ঠানটি ১০ তলা পাঁচ তারকা হোটেল স্থাপন করবে; যেখানে সুইমিং পুল, রেস্টুরেন্টসহ আধুনিক সব সুবিধা থাকবে।

১৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের এই পার্কে তিন শতাধিক লোকের কর্মসংস্থানের আশা করছে সানসেট বে লিমিটেড।

সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, “পর্যটন শিল্পের উন্নয়নে বেজা তিনটি ট্যুরিজম পার্কের উন্নয়ন কাজ করছে। এসব পার্কে বিনিয়োগের জন্য দেশী-বিদেশী প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করছে।”