পদ্মা সেতু ঘিরে ভ্রমণ প্যাকেজ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2021 02:48 AM BdST Updated: 22 Jan 2021 02:48 AM BdST
পদ্মা সেতুকে কেন্দ্র করে লঞ্চে ভ্রমণের প্যাকেজ নিয়ে এসেছে ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকস নামের একটি প্রতিষ্ঠান।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বৃহস্পতিবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ‘পদ্মা ক্রুজ’ নামে এই নৌ ভ্রমণের উদ্বোধন করেন।
ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকসের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল জানান, প্রতিদিন চলবে এই ক্রুজ। পদ্মায় নৌ ভ্রমণ আয়োজনে থাকবে দুটি ভিন্ন প্যাকেজ। মাওয়া ঘাট থেকে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় পদ্মা ক্রুজ ছেড়ে যাবে। থাকছে সান্ধ্যকালীন প্যাকেজও। সান্ধ্যকালীন ক্রুজ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত হবে। তবে সান্ধ্যকালীন প্যাকেজটি নিয়মিত প্যাকেজ নয়।

নতুন বছরে বিশেষ অফারে পূর্ণবয়স্ক পর্যটকের ভ্রমণমূল্য ২ হাজার ৫০০ টাকা; ৪ থেকে ১০ বছর পর্যন্ত প্রতি শিশুর ভ্রমণমূল্য ১ হাজার ২৫০ টাকা।
অতিরিক্ত সেবা হিসেবে ঢাকা-মাওয়া-ঢাকা পরিবহনের বন্দোবস্তও করবে ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকস। তবে এক্ষেত্রে গ্রুপের সদস্য সংখ্যা অনুযায়ী অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে। সান্ধ্যকালীন প্যাকেজের ফিও গ্রুপের সদস্য সংখ্যার উপর নির্ভর করবে বলে জানান হেলাল।
পদ্মা সেতু ঘিরে সরকারিভাবেও পর্যটন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

“পদ্মা সেতুকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকটি প্রকল্পের ভাবনা রয়েছে। পর্যটন সামনে রেখে যে ধরনের উন্নয়ন অবকাঠামো গড়ে তোলা দরকার, সেগুলো এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যটকের সুবিধার কথা চিন্তা করেই এসব প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।”
তবে সে সব প্রকল্প নিয়ে বিস্তারিত বলেননি মাহবুব আলী।
গত ১০ ডিসেম্বর পদ্মা সেতুর ৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর পুরো কাঠমো দৃশ্যমান হয়েছে। এ বছরই দীর্ঘ প্রতীক্ষার এই সেতু চালুর আশা করছে সরকার।
-
বীমা সেবায় গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
-
আইডিএলসি ছাড়লেন আরিফ খান
-
মাইলো, নিডো ও ম্যাগির জুটি আকবর আলী
-
ইসলামী ব্যাংকের ‘বিশেষ ক্যাম্পেইন’ শুরু
-
পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
-
পোশাকখাতের তরুণ উদ্যোক্তাদের নতুন সংগঠন বায়লা
-
গ্রাহকরা বুঝে পেলেন ‘রূপায়ণ ত্রিবেনী’
-
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি হচ্ছে ফ্রেশ বিস্কুট
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই