বাংলাদেশে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল করতে চায় তুরস্ক
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2021 01:05 AM BdST Updated: 22 Jan 2021 01:05 AM BdST
-
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু সম্প্রতি বাংলাদেশ ঘুরে যান, তিনি বাণিজ্য সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা করেন (ফাইল ছবি)
বাংলাদেশে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে বিনিয়োগ করতে চাইছে তুরস্ক।
তুরস্কের ফরেন ইকোনোমিক রিলেশন বোর্ড অফ টার্কির (ডিইআইকে) সভাপতি নেল ওলপাক এই আশার কথা শুনিয়েছেন বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃহস্পতিবার বিডা ও ডিইআইকের যৌথ উদ্যোগে 'তুরস্ক ও বাংলাদেশ: বিনিয়োগ ও বাণিজ্যের নতুন যুগ' শীর্ষক ওয়েবিনারে বক্তব্য রাখেন ওলপাক।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “সাম্প্রতিক উন্নয়ন বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে, যা তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তুলেছে।”
তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে জ্বালানি, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্য প্রযুক্তি, বস্ত্র ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করতে চায় বলে জানান তিনি।
ওয়েবিনারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, “প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে, এখন আমাদের কাঠামোগত উন্নয়নগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, যার ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ ।
“আমরা বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বৃহৎ কার্যক্রম হাতে নিয়েছি, যা এখন চলমান।”
জুলাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে তুরস্কের বিনিয়োগকারীদের স্বাগত জানান তিনি।
অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, “আমরা ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উচ্চ আয়ের দেশে পরিণত হব। বাংলাদেশে বিনিয়োগে রয়েছে শতভাগ রপ্তানির সুযোগসহ বিশাল অভ্যন্তরীণ বাজার, যার ফলে বাংলাদেশ এখন নিরাপদ বিনিয়োগের আস্থায় পরিণত হয়েছে।"
বিনিয়োগকারীদের আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে বিডা এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে আমরা ওএসএসের মাধ্যমে ৪১টি সেবা দিয়ে আসছি। এ বছরের শেষ নাগাদ আরও ৩৫টি সংস্থার মাধ্যমে মোট ১৫৪টি সেবা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।”
অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সুযোগ-সুবিধার ক্ষেত্রগুলো তুলে ধরেন।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে আইটি, আটোমোবাইল, সেলফোন প্রভৃতি বিনিয়োগের ক্ষেত্রগুলো তুলে ধরেন।
এসময় পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজা সহযোগী উন্নয়নের খাতগুলো তুলে ধরেন।
ওয়েবিনারে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, তুরস্কে বাংলাদেশি রাষ্ট্রদূত মাসুদ মান্নান, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, বিডার পরিচালক শাহ্ মাহবুব বক্তব্য দেন।
-
বীমা সেবায় গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
-
আইডিএলসি ছাড়লেন আরিফ খান
-
মাইলো, নিডো ও ম্যাগির জুটি আকবর আলী
-
ইসলামী ব্যাংকের ‘বিশেষ ক্যাম্পেইন’ শুরু
-
পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
-
পোশাকখাতের তরুণ উদ্যোক্তাদের নতুন সংগঠন বায়লা
-
গ্রাহকরা বুঝে পেলেন ‘রূপায়ণ ত্রিবেনী’
-
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি হচ্ছে ফ্রেশ বিস্কুট
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল