বঙ্গবন্ধু শিল্প নগরে ৩০ একর জমি পেল বার্জার পেইন্টস

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানা স্থাপনের জন্য ৩০ একর জমি পেয়েছে রঙ নির্মাতা প্রতিষ্ঠান বার্জার পেইন্টস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2021, 03:04 PM
Updated : 15 Jan 2021, 03:04 PM

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী শুক্রবার ওই শিল্পনগরে এক অনুষ্ঠানে বার্জার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরীর কাছে জমি হস্তান্তর করেন।

এই কারখানা স্থাপন হলে তিন শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।

বরাদ্দ পাওয়া জমিতে আগামী পাঁচ বছরের মধ্যে বার্জার পেইন্টস বাংলাদেশে তাদের তৃতীয় কারখানার নির্মাণ শেষ করার আশা প্রকাশ করেছে।

কারখানাটিতে বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার ও পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে শিল্প স্থাপন বার্জারের জন্য একটি মাইলফলক। অতি শিগগিরই বার্জার শিল্প স্থাপনের কাজ শুরু করবে।”