নিত্যপণ্য নিয়ে ফুডপ্যান্ডার প্যান্ডামার্ট
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2020 12:58 AM BdST Updated: 03 Dec 2020 12:58 AM BdST
মহামারীকালে নিত্য প্রয়োজনীয় পণ্য ৩০ মিনিটের মধ্যে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফুডপ্যান্ডা চালু করেছে ‘প্যান্ডামার্ট’।
এক বিজ্ঞপ্তিতে প্যান্ডামার্ট বলেছে, প্যান্ডামার্টের তিন হাজারেরও বেশি পণ্যের সমাহার থেকে কাঙ্ক্ষিত ও পছন্দের পণ্য মাত্র ৩০ মিনিটের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে অনলাইন শপিংয়ের নতুন অভিজ্ঞতা দিতে চায় ফুডপ্যান্ডা।
এ প্রসঙ্গে ফুডপ্যান্ডার সিইও আম্বারিন রেজা বলেন, “যথাসময়ে ডেলিভারি সক্ষমতা গ্রাহকের সাথে মজবুত বন্ধন তৈরি করে, ডেলিভারি সেবার নির্ভরযোগ্যতা বাড়িয়ে গ্রাহকের আস্থা অর্জন করা যায়।
“গ্রাহক তার কাঙ্ক্ষিত সময়েই ডেলিভারি প্রত্যাশা করেন। গ্রাহকের এমন প্রত্যাশা আমরা প্যান্ডামার্টের মাধ্যমে পূরণ করতে চাই।”
প্যান্ডামার্টে রয়েছে ঘরের নিত্যদিনের প্রয়োজনীয় সব পণ্য থেকে শুরু করে শিশুদের পণ্য ও পরিচ্ছন্নতা উপকরণসহ ৩ হাজারেরও বেশি পণ্যের সমাহার। এতে রয়েছে ইউনিলিভার, নেসলে, রেকিট বেনকিজারের মতো বড় বহুজাতিক এবং নামি স্থানীয় কোম্পানির পণ্য।
পান্ডামার্ট জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের ডেলিভারি চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্যান্ডামার্ট চালু হওয়াতে বিক্রেতাদের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়েছে। সেইসঙ্গে রাইডার ও ওয়্যারহাউজ কর্মীদের জন্য সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ।
ফুডপ্যান্ডা রাজধানী ঢাকা ও দেশের বড় শহরগুলোতে প্যান্ডামার্ট ভেঞ্চারটি চালু করেছে। ধারাবাহিকভাবে এই সেবা দেশের প্রায় সব প্রান্তেই বিস্তৃত হবে।
-
বাজারে নেরোল্যাকের অ্যান্টি ভাইরাল পেইন্ট
-
বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে জাপানি উদ্যোক্তাদের আহ্বান প্রতিমন্ত্রীর
-
মিনিকেট চাল: এক ফাঁকির নাম
-
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে
-
জাহাজ রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলারে উন্নীতের লক্ষ্য
-
ট্র্যাভেল এজেন্সির শাখা খোলা যাবে, সংসদে বিল পাস
-
অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে গাড়ি-মেশিনের জ্বালানি
-
বাজারে এল ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’