সিএমএইচে ভেন্টিলেটর দিল বিকাশ

মহামারীকালে দেশের শীর্ষ হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসায় সহায়তার অংশ হিসেবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১০টি ভেন্টিলেটর দিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 06:42 PM
Updated : 22 Oct 2020, 06:42 PM

বৃহস্পতিবার সেনা সদরদপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল এনায়েত উল্লাহর হাতে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

এসময় বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিকাশ এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে ১৪টি ভেন্টিলেটর দিয়েছে। বারডেমের সহযোগী বিআইএইচএস জেনারেল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণেও সহযোগিতা করেছে।

আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের দেওয়া ৫০টি ভেন্টিলেটরসহ ছয় লক্ষাধিক চিকিৎসা সামগ্রী প্রধানমন্ত্রীর তহবিলেও দিয়েছে বিকাশ।

এছাড়াও একই সময়ে বিকাশ সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। তাছাড়া বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণেও সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।