রোমে যাবে বিমান

ইতালি দূতাবাসের অনুরোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনা করবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 04:02 PM
Updated : 18 Oct 2020, 04:02 PM

বিমানের জনসংযোগ শাখার উপ- মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার রোববার এই তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারীতে কয়েক মাস বন্ধ থাকার পর গত জুলাই মাসের শুরুতে বাংলাদেশিদের জন্যও দ্বার খুলেছিল ইউরোপের দেশ ইতালি।

কিন্তু ঢাকা থেকে যাওয়া যাত্রীদের ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইতালি।

এরপর নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি তা শিথিল করে করে ইতালি বলেছে, সে দেশে বাংলাদেশি যাদের থাকার অনুমতিপত্র রয়েছে, তারা যেতে পারবেন।

বিমান ঢাকা থেকে রোমে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিলেও কবে থেকে এই ফ্লাইট শুরু হবে, তা ঠিক হয়নি। 

রোমে কত সংখ্যক যাত্রী যেতে চান, তাদের সংখ্যার উপর ভিত্তি করে ফ্লাইটের সময় ও সংখ্যা নির্ধারিত হবে বলে জানান তাহেরা।