টিকে গ্রুপ ৬০ একর জমি পেল বঙ্গবন্ধু শিল্প নগরে

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের সব চেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্প নগরে ভোগ্যপণ্যের কারখানা স্থাপনে ৬০ একর জমি বরাদ্দ নিয়েছে টিকে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামুদা ফুড প্রোডাক্টস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 11:53 AM
Updated : 29 Sept 2020, 11:53 AM

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে সোমবার বেজার নির্বাহী সদস্য আব্দুল মান্নান ও সামুদা ফুডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ভূমি ইজারা চুক্তিতে সই করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তিতে সামুদা ফুডের প্রস্তাবনা থেকে জানা যায়, সামুদা ফুড ৬০ একর জমিতে ২০৫ দশমিক ২৮ মিলিয়ন ডলার বিনিয়োগের বিভিন্ন ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ভোগ্য পণ্য ও ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করবে। ফলে প্রায় দুই মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রস্তাবিত কারখানায় তিনটি ইউনিট গড়ে তোলা হবে। এডিবল রিফাইনারি ইউনিট, কস্টিক সোডা ইউনিট এবংসিড ক্রাসিং ইউনিট। এডিবল রিফাইনারি অংশে বিভিন্ন ভোগ্য পণ্য, কস্টিক সোডা অংশে লবণ পরিশোধন করা হবে। অপরদিকে সয়াবিন জাতীয় পণ্য সিড ক্রাশিং ইউনিটে প্রস্তুত হবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, টিকে গ্রুপ বঙ্গবন্ধু শিল্পনগরে তাদের এই দ্বিতীয় এবং সামগ্রিকভাবে বেজার মাধ্যমে (বঙ্গবন্ধু শিল্পনগর এবং মহেশখালী) চতুর্থ শিল্পদ্যোগ বাস্তবায়ন করছে। বেজার সহায়তায় তারা দ্রুত গতিতে শিল্প স্থাপনের কাজ শুরু করতে পারবেন।

এর আগে টি কে গ্রুপের প্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেড বঙ্গবন্ধু শিল্প নগরে ২০ একর জমি লিজ নেয়। ইতোমধ্যে সেখানে শিল্প স্থাপনের কাজ শুরু করেছে। শিল্প স্থাপিত হলে এর মাধ্যমে দৈনিক ৫০০টন পলিয়েস্টার ফিলামেন্ট ইয়ার্ন, স্ট্যাপল (পিএসএফ) ফাইবার ও পিইটি চিপস উৎপাদন করা সম্ভব হবে। আনুমানিক ১২৬০ কোটি টাকার এ প্রকল্পে সহস্রাধিক লোকের কর্মসংস্থান হবে।

এছাড়াও মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে (ধলঘাটা) টিকে গ্রুপের অপর প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডকে ৪১০ একর এবং সামুদা কেমিক্যাল কমপ্লেক্স  লিমিটেডকে  ১০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা সেখানে শিল্প স্থাপনে উন্নয়ন কাজ শুরু করেছে। দুটি প্রতিষ্ঠান সমন্বিতভাবে মহেশখালীতে ২৪৮২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যার ফলশ্রুতিতে ২৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে বেজা।