স্পেনের ‘নাইট অফিসার’ খেতাব পেলেন কুতুবউদ্দিন

স্পেনের সম্মানসূচক ‘নাইট অফিসার’ খেতাব পেয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 12:06 PM
Updated : 2 June 2020, 01:47 PM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মধ্যে কুতুবউদ্দিনের জন্য এই সুখবর এল।

মঙ্গলবার এনভয় গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “কর্মময় জীবনে অসাধারণ কৃতিত্বের জন্য সর্বোচ্চ এই বেসামরিক খেতাব পাচ্ছেন তিনি।”

প্রতিবছর ‘অর্ডার অব সিভিল মেরিটে’র আওতায় দেশি ও বিদেশি নাগরিকদের বিভিন্ন খেতাবে ভূষিত করেন স্পেনের রাজা।

কুতুবউদ্দিন তৃতীয় বাংলাদেশি হিসেবে নাইট খেতাব পাচ্ছেন। এর আগে চিত্রশিল্পী মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুও স্পেনের খেতাব পান।

স্পেনের রাজা ত্রয়োদশ আলফোনসো ১৯২৬ সালে এই খেতাব প্রবর্তন করেন। মোট ৫টি ক্যাটাগ্যারিতে ‘অর্ডার অব সিভিল মেরিট’ দেওয়া হয়। ‘নাইট অফিসার’ এর একটি।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সৌদির প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন যায়েদ ছাড়াও আলজেরিয়া, রোমানিয়া, মেক্সিকোর রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যাটাগরিতে এর আগে এই খেতাবে ভুষিত হন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৩ মে থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কুতুবউদ্দিন।

এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার (কুতুবউদ্দিন) শরীর এখন ভালো। সুস্থ হয়ে উঠছেন।”

বুয়েট থেকে পাস করার পর ১৯৮৪ সালে তৈরি পোশাক কারখানা দিয়ে ব্যবসায়িক অঙ্গনে পা রাখা কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত এনভয় গ্রুপের নানা খাতে বিনিয়োগ রয়েছে। এসব খাতের মধ্যে তৈরি পোশাক খাত ছাড়াও রয়েছে বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, হসপিটালিটি, ব্যাংকিং, পুঁজিবাজার, সিরামিক ইত্যাদি।

কুতুবউদ্দিন দেশের আবাসন শিল্পেরও একজন পথিকৃৎ ব্যক্তিত্ব। তার মালিকানাধীন শেলটেক লিমিটেড আবাসান খাতের একটি শীর্ষ কোম্পানি। অন্যদিকে শেলটেক ব্রোকারেজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ।

এনভয় গ্রুপ বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা।

কুতুবউদ্দিন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি ছিলেন। ব্যবসায়ীদের সংগঠন মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিরও (এমসিসিআই) সভাপতি ছিলেন তিনি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি কুতুবউদ্দিন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন কুতুবউদ্দিন।