করোনাভাইরাস: জনসচেতনতায় অ্যানালাইজেনের উদ্যোগ

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক একটি উদ্যোগ নিয়েছে ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা ও আইটি প্রতিষ্ঠান অ্যানালাইজেন বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 01:12 PM
Updated : 22 March 2020, 01:12 PM

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ’নো-করোনা বট’ নামে এই উদ্যোগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অ্যানালাইজেন বাংলাদেশের ফেইসবুক পেইজের ইনবক্সে গিয়ে ’গেট স্টার্টেড’ বাটনে ট্যাপ করলেই বটটি চালু হয়ে যাবে।

”এখানে আপনি করোনা ভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। সেসঙ্গে ‘করোনা টেস্ট’ এ কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনার শরীরে করোনাভাইরাস থাকার সম্ভাব্যতা যাচাই করতে পারবেন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো ব্যবসায়িক কিংবা অলাভজনক প্রতিষ্ঠান অ্যানালাইজেন বাংলাদেশের সৌজন্যে তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে বিনামূল্যে এই বটটি সংযুক্ত করতে পারবেন।

গুজব মোকাবেলায় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো দ্বারা পরীক্ষিত তথ্য ও উপাত্ত ‘নো-করোনা বটে’ সন্নিবেশন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।