বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ বাংলাদেশ ইউনিভার্সিটির

করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষকে রক্ষায় নিজেদের উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ শুরু করছে বাংলাদেশ ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 03:11 PM
Updated : 19 March 2020, 03:12 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাবের উদ্যোগে এবং ফার্মেসি বিভাগের সহায়তায় চলছে এই কার্যক্রম।

প্রথম পর্যায়ে অসহায় মানুষদের মধ্যে ৭০ মিলিলিটারের ১০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক এবং ইনোভেশন ল্যাবের প্রধান প্রকৌশলী কাজী তাইফ সাদাত জানান, তারা বাংলাদেশ জুড়ে অ্যান্টিভাইরাল পণ্যগুলোর ঘাটতি মোকাবিলায় সহায়তা করতে চান।

যতদিন প্রয়োজন হবে, ততদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

উৎপাদিত ১০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ইতোমধ্যে বিতরণের জন্য রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে পাঠানো হয়েছে।

বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশন।