ইউসিবির পিসিআই-ডিএসএস সার্টিফিকেশন পরিপালন উদযাপন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি পেমেন্ট কার্ড ইন্ড্রস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই-ডিএসএস) সার্টিফিকেশনের চাহিদা পরিপালন সম্পন্ন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 03:03 PM
Updated : 11 Feb 2020, 03:03 PM

সম্প্রতি এ উপলক্ষে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দ্বিতীয়বারের মতো এই চাহিদা পূরণ করল ব্যাংকটি। ২০১৯ সালে প্রথমবার ইউসিবি এই সার্টিফিকেশনের পরিপালন সম্পন্ন করে।

পিসিআই-ডিএসএস হচ্ছে একটি বৈশ্বিকভাবে স্বীকৃত কার্ড তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা ভিসা, মাস্টার কার্ড, জেসিবি, ডিসকভারি সেবা প্রদানকরী প্রতিষ্ঠান যারা কার্ড গ্রহীতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষন, প্রাক্রিয়াকরন ও আদান প্রদানে সর্ব্বোচ্চ নিরাপত্তা গ্রহন করে।

সার্টিফিকেশনের পরিপালন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, কন্ট্রোলকেস এলএলসির প্রেসিডেন্ট সুরেশ দাদলানি, হেড অফ অভ্যন্তরীন নিয়ন্ত্রণ ও পরিপালন মোহাম্মদ জিয়াউল্লাহ খান,ইউসিবির হেড অফ ইনফরমেশন টেকনোলজি এ ওয়াই এম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।