সাউথ বাংলা ব্যাংকের বীমা দাবির চেক হস্তান্তর

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সুরক্ষা মিলিওনিয়র স্কিমের এক হিসাবধারীর মৃত্যুর পর তার উত্তরাধিকারের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 05:58 PM
Updated : 13 Jan 2020, 05:58 PM

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রয়াত হিসাবধারীর ছেলে আল-আমিনের হাতে চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম ফারুক।

সাউথ বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়।

‘এসবিএসি সুরক্ষা মিলিওয়নিয়র স্কিম’ এ ব্যাংকই হিসাবধারীর পক্ষে বীমার প্রিমিয়াম পরিশোধ করে থাকে। এর আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যুতে পাঁচ লাখ টাকা এবং স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকার ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে।

এ স্কিমে নির্দিষ্ট পরিমাণ কিস্তি জমা দিয়ে মেয়াদান্তে ১০ লক্ষ টাকার মালিক হওয়ার সুযোগ রয়েছে।