ইউএস-বাংলার বহরে আরও দুটি নতুন উড়োজাহাজ

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে আরও দুটি নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 02:32 PM
Updated : 10 Dec 2019, 02:32 PM

ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দুটি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ফ্রান্স থেকে সরাসরি  যুক্ত হবে।

মঙ্গলবার এয়ারলাইন্সটির এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান বিশ্বে যাত্রীদের ভালো সেবার জন্য ব্র্যান্ডনিউ এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র দেশীয় বিমান সংস্থা, যারা অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা বিমান বহরে বর্তমানে ১৬৪ আসনের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ ৪০০ সহ মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে। 

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ১০টি, কক্সবাজারে ৬টি, সৈয়দপুরে ৫টি, যশোরে ৫টি, রাজশাহীতে ২টি, সিলেটে ২টি এবং বরিশালে ১টি ফ্লাইট পরিচালনা করছে। 

এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা, চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।