চট্টগ্রামে পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার

দেশে-বিদেশে ভ্রমণের নানা দিক তুলে ধরতে চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 04:43 PM
Updated : 20 Oct 2019, 04:43 PM

চট্টগ্রামের দি পেনিনসুলা চিটাগাং হোটেলে ’চিটাগাং ট্রাভেল মার্ট ২০১৯’ নামে এ মেলার আয়োজন করেছে ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর।

রোববার পত্রিকাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন সকালে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, ওসেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, মালয়েশিয়া ট্যুরিজম, কসমস হলিডে, বামরুনগ্রাদ হাসপাতাল, এশিয়ান হেলথকেয়ার, গ্রোট্রিপসহ পর্যটন সংশ্লিষ্ট সেবা প্রদানকারী ২০টির অধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবারের পর্যটন মেলায় অংশ নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলা চলাকালে দর্শনার্থীদের জন্য এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম প্রভৃতির ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় অফার থাকবে।

২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যটন মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।