পাট খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দুই ব্যাংকের চুক্তি

পাট খাতে সহায়তায় ৩০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স-এসবিএসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 05:47 PM
Updated : 11 Sept 2019, 05:49 PM

সম্প্রতি এই চুক্তি হয় হয় দুই ব্যাংকের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান চুক্তি দুটিতে সই করেন। এসবিএসি ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক এবং প্রাইম ব্যাংকের পক্ষে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান চুক্তিতে সই করেন।

পাট খাতে সহায়তা প্রদানের জন্য বিশেষ করে কৃষকদের কাছ থেকে পাট কেনার জন্য বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে পাঁচ বছর পর্যন্ত নবায়ন/আবর্তনযোগ্য ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে।

গত ২৪ জুন সেই তহবিলের পরিমাণ আরও ১০০ কোটি টাকা বৃদ্ধি করে ৩০০ কোটি টাকায় উন্নীত করা হয় এবং তহবিলটির মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়।

ব্যাংকগুলো ব্যাংক হারে এই তহবিল থেকে অর্থ পাবে এবং সর্বোচ্চ ৮ শতাংশ সুদহারে প্রতি ছয় মাসে (ষান্মাসিক) সুদাসলের একটি নির্দিষ্ট হারে পরিশোধ/সমন্বিত হওয়া সাপেক্ষে পাটকল/পাট রপ্তানিকারকদের ঋণ দেবে।