বেসিসের ২০ বছর পূর্তিতে তরুণদের নিয়ে জমজমাট আয়োজন

বিশ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ইয়ুথ ফেস্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 10:48 AM
Updated : 1 Oct 2018, 10:48 AM

তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের সহযোগিতায় বেসিস স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এর আহ্বায়ক দেলোয়ার হোসেন ফারুক।

রোববার সকালে বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইয়ুথ ফেস্টে সাত হাজার শিক্ষার্থী সরাসরি অংশ নিতে পারবে।

ইয়ুথ ফেস্টে শিক্ষার্থীদের তৈরি তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শিত হবে। ‘টেকটক’ শিরোনামের অধিবেশনে অংশ নেবেন তথ্য প্রযুক্তিবিদরা।

তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রায়োগিক জ্ঞান বাড়াতে কর্মশালার পাশাপাশি এই ফেস্টে বেসিস সদস্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে থাকছে চাকরি মেলাও। থাকছে কনসার্ট।

ফারুক জানান, ইয়ুথ ফেস্টে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, বিশবিদ্যালয়) শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে অংশ নিতে পারবে। অনুষ্ঠানে অবশ্যই বেলা ২টার মধ্যে প্রবেশ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের ২০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, বেসিসের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ তৌহিদ, বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান।

সংবাদ সম্মেলনে হাবিবুল্লাহ এন করিম ২০ বছর পূর্তি উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর  জানান, সংগঠনের সদস্য প্রতিষ্ঠানের পাশাপাশি অংশীজন হিসেবে সরকারি, বেসরকারি এবং দেশি-বিদেশি সংগঠন উৎসবে অংশ নেবে।

পাশাপাশি থাকবে বেসিস স্টুডেন্টস ফোরাম ও উইমেনস ফোরামের নানা আয়োজন।

২০ বছর পূর্তির এই উৎসবে বেসিস আয়োজন করবে ই-কমার্স সপ্তাহ, যাতে সব স্তরের গ্রাহকদের জন্যে থাকবে নানা ছাড়।

ইয়ুথ ফেস্ট আয়োজনের পর বেসিসের উইমেন ফোরামের উদ্যোগে ‘সেলিব্রেটিং উইমেন অ্যাট ওয়ার্ক’, বেসিস সদস্যদের জন্যে ‘সেবা সপ্তাহ’, সদস্যদের জন্যে নতুন সেবার উদ্বোধন, ২০ বছরে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রা নিয়ে সেমিনার, দেশি-বিদেশি সহযোগীদের নিয়ে নেটওয়ার্কিং অনুষ্ঠান, ২০ বছরে বেসিসের অগ্রযাত্রা নিয়ে হিস্টরি বুক উন্মোচনের আয়োজন করা হবে।