টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিং নিয়ে আলোচনা

ডিজিটাল পদ্ধতিতে টেক্সটাইল প্রিন্টিং নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান হয়ে গেল ঢাকায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 02:34 PM
Updated : 20 Sept 2018, 02:34 PM

বৃহস্পতিবার হোটেল লো মেরিডিয়ানে অনুষ্ঠিত এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান নাফ গ্রুপ এবং ইতালির প্রিন্টিং মেশিন ও টেক্সটাইল অ্যাক্সেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান এমএস।

অনুষ্ঠানে দেশ-বিদেশের টেক্সটাইল বিশেষজ্ঞরা প্রথাগত প্রিন্টিং পদ্ধতির সঙ্গে এমএস ইতালির অত্যাধুনিক ডিজিটাল প্রিন্টিং পদ্ধতির পার্থক্য এবং এর ব্যবহার ও সুবিধা নিয়ে আলোচনা করেন।  

এমএস ইতালির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লুগি মিলিনি ফিতা কেটে এ আয়োজনের উদ্বোধন করেন।

ইতালির জেকে গ্রুপের রিজিওনাল সেলস্ ডিরেক্টর গায়ালুকা বেস্টেটি সহ এমএস ইতালি-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার ক্যাটরিনা ফুরিনি, ভাইস প্রেসিডেন্ট অ্যন্ড্রু বারবিয়ানি, রিজিওনাল সেলস ডিরেক্টর স্টেফানো প্রান্ডোসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা এই সেমিনারে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি এমএস ইতালির তৈরি ডিজিটাল প্রিন্টিং মেশিনের ব্যবহার ও সুবিধার ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র দেখানো হয়। পরে ফ্যাশন শো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী।