অর্থ পাচার রোধে সচেতনতা তৈরিতে বিকাশের কর্মশালা

অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পরিবেশকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা করেছে মোবাইল ফিনান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 02:42 PM
Updated : 13 August 2018, 02:42 PM

সোমবার এই কর্মশালা আয়োজন করা হয় বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।   

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির উপ মহাপরিদর্শক শাহ আলম কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

বিকাশ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদসহ বিকাশ কর্মকর্তা ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।