রপ্তানি হচ্ছে ওয়ালটন পাখা

দেশের চাহিদা মিটিয়ে এখন নেপাল, নাইজেরিয়া, পূর্ব তিমুর ও পশ্চিম ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ সিসেলসে বৈদ্যুতিক পাখা রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 03:20 PM
Updated : 23 June 2018, 03:20 PM

শনিবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মানি, জাপান, তাইওয়ানের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের পাখা আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এতে আরও জানানো হয়, ওয়ালটন কারখানায় ‘কঠোর মান নিয়ন্ত্রণে’ তৈরি হচ্ছে সিলিং, ওয়াল, টেবিল, রিচার্জেবল ও প্যাডেস্টাল পাখা।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, সাদা, নীল, গোলাপী ও ক্রিম কালারের ১৫টি মডেলের সিলিং ফ্যান উৎপাদন ও বাজারজাত করছে দেশীয় এই ব্র্যান্ডটি।

দেশে দুই হাজার ৪৯০ টাকা থেকে দুই হাজার ৯৪০ টাকায় মিলবে এসব ফ্যান।

এছাড়াও বিভিন্ন মডেলের ওয়াল, টেবিল, রিচার্জেবল ও প্যাডেস্টাল ফ্যান পাওয়া যাচ্ছে দুই হাজার ১৫০ টাকা থেকে পাঁচ হাজার ৯৯০ টাকার মধ্যে।