সিঙ্গার সেলাই শিক্ষিকাদের সম্মেলন

সিঙ্গার সেলাই শিক্ষিকাদের বার্ষিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 06:11 PM
Updated : 19 March 2018, 06:11 PM

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সিঙ্গার সেলাই শিক্ষিকারা এই সম্মেলনে অংশগ্রহণ করেন বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ বলেন, “সেলাই সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সিঙ্গার সেলাই শিক্ষিকাগণ সমাজের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলছে।”

আগামী দুই বছর ধরে সিঙ্গার ও ব্র্যাকের যৌথ প্রকল্প ‘অবলম্বন’-এর আওতায় দেশব্যাপী প্রায় ৫ হাজার দরিদ্র নারীকে সিঙ্গার সেলাই শিক্ষিকাদের মাধ্যমে বিনামূল্যে টেইলরিং কোর্স প্রশিক্ষণ দেবে সিঙ্গার বাংলাদেশ। 

সেলাই প্রশিক্ষক সম্মেলনে সেরা সেলাই প্রশিক্ষকদের পুরস্কৃত করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন এবং সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরীসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।