বাণিজ্য মেলায় চার খাবারের দোকানকে জরিমানা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও বাসি খাবার বিক্রির দায়ে চারটি খাবারের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2018, 12:41 PM
Updated : 6 Jan 2018, 01:31 PM

ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শনিবার বিকালে মেলায় এই অভিযান চালায়।

জরিমানা করা দোকানগুলো হল-অরিজিনাল হাজির বিরিয়ানি, দিল্লী শর্মা অ্যান্ড বিরিয়ানি, আবুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ড্রিম হাউজ লেকভিউ রেস্টুরেন্ট।

পণ্যের মূল্যতালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ অস্বাস্থ্যকর ও বাসি খাবার বিক্রির দায়ে প্রতিটি দোকানকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয় বলে মশিউর রহমান জানান।

মাসব্যাপী বাণিজ্যমেলায় এদিন প্রথম অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, “মেলার পরবর্তী দিনগুলোতেও অভিযান চলবে। এর পরে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”