ঈদ বাজারে ৫ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য ওয়ালটনের

চলতি বছরের প্রথম সাত মাসে ওয়ালটনের ফ্রিজ বিক্রির পরিমাণ আগের বছরের চেয়ে ৩০ দশমিক ২৯ শতাংশ বেড়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 06:07 PM
Updated : 12 August 2017, 06:07 PM

আসন্ন কোরবানির ঈদ ঘিরে প্রতিষ্ঠানটি ৫ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে বলে শনিবার ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়- “গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি স্থানীয় ফ্রিজের বাজারের ৭০ শতাংশের বেশি নিজেদের দখলে রেখেছে। চলতি বছর ১৭ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। এরইমধ্যে গত ১ অগাস্ট এক দিনেই এক লাখের বেশি ফ্রিজ বিক্রি হয়েছে।”

চলতি বছর ইনভার্টার প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের পাশাপাশি টেম্পারড গ্লাস ডোরের বেশ কিছু মডেলের ফ্রিজ বাজারে আনার কথা জানিয়েছে ওয়ালটন।

এ বছরের প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়েছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত সময়ে নিজস্ব কারখানায় ফ্রিজ উৎপাদন বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

বর্তমান ধারায় চলতে থাকলে বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফ্রিজ বিক্রি হবে বলে আশা করছেন ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা।

তিনি বলেন, এখন পর্যন্ত ফ্রিজ বিক্রিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

“চলতি মাসে প্রবৃদ্ধির হার আরও বেশি হবে। কারণ ঈদের আগের এই সময়কে ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।”