‘ভালো’ সেলফির জন্য এল হেলিওএস১০

১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরার স্মার্টফোন সেট হেলিওএস১০ বাজারে এনেছে এডিসন গ্রুপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 07:45 PM
Updated : 14 June 2017, 07:45 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাজারে মোবাইল ফোনটির উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।

এডিসন গ্রুপ মোবাইল ব্র্যান্ড সিম্ফনির মূল প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেলফি প্রেমীদের কথা মাথায় রেখে এই ফোনটি বাজারে আনা হয়েছে ।

সেলফি তোলার জন্য হেলিওএস১০ মোবাইলে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। নরমাল ফ্ল্যাশ এর চাইতে সেলফি ফ্ল্যাশ বেশি পাওয়ারফুল। রাতেও ভালো সেলফি উঠবে। ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দিয়েও তোলা যাবে ভালো ছবি।

এটি হেলিও সিরিজের প্রথম অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।

স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল, যা সাধারণত প্লেনের বডি বানানোর ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে।

এতে করে ফোনটির স্থায়িত্ব বৃদ্ধি পাবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

সেখানে জানানো হয়, ৪০১০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী লি-পলিমার ব্যাটারি দেবে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ সুবিধা, এর সাথে যুক্ত হয়েছে ফাস্ট চার্জিং সুবিধা।

৫ দশমিক ৫ ইঞ্চির বড় ও কালারফুল আইপিএস ফুল এইচডি ২.৫ডি গ্লাসের ডিসপ্লে এর সাথে গ্লাস প্রটেকশনের জন্য ব্যাবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।

৪ জিবি র‌্যাম এবং ৬৪বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর দিচ্ছে ফাস্টার স্মার্টফোন এক্সপেরিয়েন্স। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই স্মার্টফোনটিতে।

হ্যান্ডসেটটির দাম রাখা হচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকা।