নতুন ভ্যাট আইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানির শঙ্কা ডিসিসিআইয়ের

আগামী অর্থ বছরে নতুন ভ্যাট আইনে ১৫ শতাংশ হারে শুল্ক আদায় শুরু হলে ক্ষু্দ্র ও মাঝারি ব্যবসায়ীরা হয়রানির শিকার হতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন ঢাকার ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 01:59 PM
Updated : 29 April 2017, 07:40 PM

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) প্রাক বাজেট প্রস্তাবনায় এ শঙ্কার কথা তুলে ধরা হয়।

মতিঝিলে ডিসিসিআই সম্মেলন কক্ষে সভাপতি আবুল কাশেম খান আগামী ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটের জন্য সংগঠনটির বিভিন্ন প্রস্তাবের কথা জানান।

তিনি বলেন, সরকার আগামী অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে শুল্ক ‘আহরণ প্রক্রিয়ায়’ সমস্যা রয়েছে।

“কীভাবে শুল্ক হিসাব করবে তা এখনও ক্ষুদ্র ব্যবসায়ীরা জানেন না। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা হিসাবরক্ষক হিসেবে কেউ নেই। এ জন্য অর্থ বছরের প্রথম তিন থেকে ছয় মাস অভ্যস্ত হতে সময় দেওয়া উচিত।”

সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে জানিয়ে আবুল কাশেম বলেন, “খুচরা পর্যায়ে ব্যবসায়ীদের উপর ১৫ শতাংশের পরিবর্তে সাত শতাংশ শুল্ক এবং কর নেট (করের আওতা) সম্প্রসারণের প্রস্তাব করছি।”

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩০ শতাংশের বেশি বলে জানান ডিসিসিআই সভাপতি।

“বেসরকারি খাতের ৭৫ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এসএমই খাতের। একইসঙ্গে ৭৫ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি হয় এ খাতের মাধ্যমে।”

ডিসিসিআই মহাসচিব এএইচএম রেজাউল কবিরসহ অন্য পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১২ সালে প্রণীত নতুন ভ্যাট আইন গত বছরের ১ জুলাই থেকে কার্যকর করে ভ্যাট আদায়ের পরিকল্পনা করা হলেও ব্যবসায়ীদের দাবির মুখে তা থেকে সরে এসেছিল সরকার। তবে আগামী ১ জুলাই থেকে আইনটি কার্যকরে অনড় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নতুন আইনে ছোটবড় সব ধরনের ব্যবসা ও সেবার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়েছে।