রবির নিরীক্ষায় অডিট প্রতিষ্ঠান চূড়ান্ত

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ইনফরমেশন সিস্টেম নিরীক্ষায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2016, 11:56 AM
Updated : 15 March 2016, 02:27 PM

মঙ্গলবার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিটিআরসি ও স্থানীয় নিরীক্ষা প্রতিষ্ঠান মসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানি এবং ভারতীয় সহযোগী নিরীক্ষা প্রতিষ্ঠান পি কে এফ শ্রীধর অ্যান্ড সান্থনাম এলএলপি এর মধ্যে এই চুক্তি হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বিটিআরসির পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ ও অডিট ফার্ম মুসি মুহিত হক অ্যান্ড কোম্পানির অংশীদার মুরাহেব মালিক চৌধুরী এবং পি কে এফ শ্রীধর অ্যান্ড সান্থনাম এলএলপির পক্ষে গনপতি সুব্রামনিয়ান।

বাংলাদেশে রবির কার্যক্রম শুরুর পর এই প্রথম বারের মতো বিটিআরসি পূর্ণাঙ্গ নিরীক্ষা কার্যক্রম শুরুর  উদ্যোগ নিল।

এ নিরীক্ষা কার্যক্রমের ফলে রবির কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতি আসবে এবং সেবার মানও উন্নত হবে বলে আশা করছে বিটিআরসি।

ইতোমধ্যে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এর নিরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।