এসব বস্ত্র দেশের দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
Published : 10 Nov 2022, 07:34 PM
শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে ৭৫ হাজার কম্বল দেওয়ার কথা জানিয়েছে সিটি ব্যাংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার কার্যালয়ে এসব কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।
প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে এসব বস্ত্র দেশের দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।