বাণিজ্য মেলার টিকেট-কেনাকাটায় বিকাশের ‘অফার’

বিকাশের বুথ থেকে নতুন অ্যাকাউন্ট খুলে বা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকা অ্যাড মানি করে মেলায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2023, 02:54 PM
Updated : 10 Jan 2023, 02:54 PM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ টিকেট, পার্কিং টিকেট ও পণ্য কিনে বিকাশ দাম দিলে মিলবে ‘ইনস্ট্যান্ট ক্যাশব্যাক’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, তাদের বুথে নতুন অ্যাকাউন্ট খুলে বা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকা অ্যাড মানি করে মেলায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

প্রতিদিন কার্ড থেকে বিকাশে ২ হাজার টাকা অ্যাড মানি করা প্রথম একশ জন মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বিকাশ পেমেন্টে প্রবেশ টিকেট, মেলা উপলক্ষে বিশেষভাবে চালু করা বিআরটিসি বাসের টিকেট এবং পার্কিং টিকেট কিনলেই ৫০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। মেলা চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

এছাড়া মেলায় বিকাশ পেমেন্টে রয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মেলা চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

বিকাশ জানিয়েছে, অফারগুলো চলবে মেলার শেষ দিন পর্যন্ত। অফার ও মার্চেন্ট তালিকা সম্পর্কে বিস্তারিত বিকাশের ওয়েবসাইটে জানা যাবে।

বিকাশ অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে বা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অফারগুলো নিতে পারবেন গ্রাহকরা।