বাটার ৩৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2023, 02:11 PM
Updated : 13 July 2023, 02:11 PM

বহুজাতিক জুতা কোম্পানি বাটার দেশীয় শেয়ারধারীদের জন্য ৩৬৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য এ লভ্যাংশ অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, কোম্পানি চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণনানের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত এবং ২৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ, যা ইতিমধ্যে দেওয়া হয়েছে। 

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনির্বাণ অসিত কুমার ঘোষ, স্বতন্ত্র পরিচালক কে এম রেজাউল হাসানাত, স্বতন্ত্র পরিচালক রূপালী চৌধুরী, এবং পরিচালক (অর্থ) ইলিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।