কারখানার কর্মীদের পরিচয়পত্র কারফিউ পাস হিসেবে ব্যবহার হবে।
Published : 24 Jul 2024, 01:13 AM
নিরাপত্তাজনিত কারণে চার দিন বন্ধ থাকার পর ঢাকাসহ সারাদেশে তৈরি পোশাক কারখানা খুলছে বুধবার।
মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বাসায় বৈঠক করে রপ্তানিমুখী শিল্পের মালিকরা কারখানা খোলার এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পোশাক কারখানা খোলা থাকবে। সড়কে পণ্য পরিবহনে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শ্রমিকদের কারখানায় যাওয়ার ক্ষেত্রে তাদের আইডি কার্ড কারফিউ পাস হিসেবে গণ্য হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার মধ্যে কারফিউ জারির পর শনিবার থেকে পোশাক কারখানাসহ সব ধরনের কারখানা বন্ধ ছিল। তবে মঙ্গলবার চট্টগ্রামে বেশির ভাগ পোশাক কারখানা চালু ছিল।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা কারখানা খোলার দাবি তোলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা কারখানা খোলার বিষয়ে এ সিদ্ধান্ত নেন।
বৈঠকের পর বিজিএমইএ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বুধবার সব পোশাক কারখানা খুলছে। সংগঠনের সভাপতির নেত্বত্বে পর্ষদ সদস্যরা এবং বিকেএমইএর পর্ষদের সদস্যরাসহ এ খাতের জ্যেষ্ঠ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত কমে এলে এবং কারফিউ শিথিলের সময় বাড়ার মধ্যে বৈঠকে কারখানা চালুর বিষয়ে সিদ্ধান্ত আসে।
বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যযন্ত কারফিউ শিথিল। আর চলতি সপ্তাহে তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকার পর বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস খুলবে। ব্যাংকও খোলা থাকবে এ দুদিন।