জেদ্দায় ওই ট্রেড এক্সপো শেষ হবে বৃহস্পতিবার।
Published : 11 Dec 2024, 06:37 PM
সৌদি আরবে ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশের ইসলামী ব্যাংক।
জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে মঙ্গলবার ওই এক্সপো শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
ইসলামী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, সৌদি আরবে বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির এক্সপোতে ইসলামী ব্যাংকের প্যাভিলিয়ন উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সৌদি আরবে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আলম ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফুল আলম উপস্থিত ছিলেন।