প্রাণ-আরএফএল ও আশ্বাস প্রকল্পের মানব পাচারের শিকার ভুক্তভোগীদের পুনর্বাসন সংক্রান্ত যৌথ উদ্যোগের দ্বিতীয় ধাপ এটি।
Published : 19 Nov 2024, 04:37 PM
পাচাররের শিকার হওয়ার ভুক্তভোগীদের ‘পুনর্বাসন করতে’ উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের সঙ্গে এখন থেকে কাজ করবে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, মানব পাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, জীবনযাত্রার মানোন্নয়ন, পুনঃপাচার প্রতিরোধ এবং মানবপাচার বিরোধী লড়াই চালিয়ে যেতে উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’র সঙ্গে কাজ করার চুক্তি করেছে প্রাণ-আরএফএল।
“এটি প্রাণ-আরএফএল গ্রুপ ও আশ্বাস প্রকল্পের মানব পাচারের শিকার ভুক্তভোগীদের পুনর্বাসন সংক্রান্ত যৌথ উদ্যোগের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে প্রতিষ্ঠান দুটি অর্ধশতাধিক মানব পাচারের শিকার ভুক্তভোগীকে পুনর্বাসনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।
“এই চুক্তির আওতায় ভুক্তভোগীদের প্রাণ-আরএফএল গ্রুপে কাজের ব্যবস্থা, উদ্যোক্তা হিসেবে তৈরিসহ এসব পরিবারকে নানাভাবে সহায়তা করতে দুপক্ষ কাজ করবে।”
সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএলের প্রধান কার্যালয়ে উইনরকের পক্ষে ‘আশ্বাস’ প্রকল্পের পলিসি অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় মহাজন আর প্রাণ-আরএফেএলের পক্ষে কর্পোরেট ফাইন্যান্স পরিচালক উজমা চৌধুরী সই করেন।
এসময় প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, আশ্বাস এর সিনিয়র ম্যানেজার (সোশ্যাল প্রোটেকশন) নাজমুল ইসলাম ও প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট ম্যানেজার নোশিন শারমিলি উপস্থিত ছিলেন।