১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
Published : 08 Jun 2024, 07:18 PM
জ্যোতির্বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে শুরু হচ্ছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪’।
প্রতিযোগিতায় অংশ নিতে ৮ থেকে ৩০ জুন পর্যন্ত নিবন্ধন করতে পারবে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।
ঢাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শনিবার এক সংবাদ সম্মেলনে অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরেন অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন।
তিনি বলেন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের এই আয়োজনে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নিবন্ধনের পর আগামী আগামী ৫ থেকে ২০ জুলাই জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বাছাই পর্ব হবে।
“সেখান থেকে নির্বাচিত ৫০০ জন প্রতিযোগী নিয়ে ৩ অগাস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাছাই পর্ব হবে। তারপর সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনকে নিয়ে চার দিনের আবাসিক ক্যাম্প করা হবে। প্রতিযোগিতায় সেই ক্যাম্প থেকে নির্বাচিত পাঁচজন আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।”
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে জন্ম নেওয়া স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া কেউ অংশ নিতে পারবে না। নিবন্ধনে কোনো ফি লাগবে না। https://www.astronomybangla.com/olympiad2024/ লিংক থেকে নিবন্ধন করা যাবে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান বলেন, “সমাজের একটা অন্ধকারে এখনও রয়েছে; আলোয় আনার জন্য বিজ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।
“বিজ্ঞান ছাড়া কোনোকিছু ঘটেনি, বিজ্ঞান দিয়েই সবকিছু ঘটবে। নতুন প্রজন্মকে বিজ্ঞানে আকৃষ্ট করতে হবে। তাদের বোঝাতে হবে সম্পদ স্পেসেও (মহাকাশ) আছে, এটা শুধু ব্যবহার করতে হবে ব্যবস্থাপনার মধ্য দিয়ে। আঞ্চলিক পর্যায়ে আমাদের বহু প্রতিভা রয়েছে, এই সংগঠন তাদের সামনে নিয়ে আসবে।”
বিশ্ববিদ্যালয়টির উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “আমরা চেষ্টা করব এই প্রচেষ্টা যেন সফল হয়। বাংলাদেশে যেন আরও একটি পালক যুক্ত হয়, আরও একটি ধ্রুবতারার সন্ধান যেন পাই।”
২০০৭ সাল থেকে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আয়োজন করে আসছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।