অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়।
Published : 25 Jan 2025, 02:11 PM
দেশের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসির শরীয়াহভিত্তিক অর্থায়ন উইন্ডো ‘আইডিএলসি ইসলামিক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে এর উদ্বোধনী অনুষ্ঠান হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আইডিএলসি ইসলামিকের সেবার মধ্যে রয়েছে মুদারাবা আমানত, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেয়াদি এবং মাসিক আমানত সেবা দেয়।
এছাড়া রয়েছে শরীয়াহসম্মত অর্থায়ন যেমন- ইজারা মুনতাহিয়া বিত তামলিক (আইএমবিটি) এবং মুরাবাহা। যেগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কর্পোরেট এবং ব্যক্তিগত অর্থায়নের প্রয়োজন মেটাতে বিশেষভাবে তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, “আইডিএলসি ইসলামিক আমাদের শরীয়াহভিত্তিক এবং টেকসই আর্থিক সেবা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শরীয়াহ নীতি পরিপালনের প্রতিশ্রুতি।”
অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়।
এছাড়া অতিথিরা নাশীদ পরিবেশনা উপভোগ করেন এবং আইডিএলসি ইসলামিক নিয়ে তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, আইডিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) চেয়ারম্যান মোহাম্মদ মানজুরে ইলাহী উপস্থিত ছিলেন।