আগের মাস অগাস্টে এই হার ছিল ৭.১৪ শতাংশ।
Published : 14 Oct 2023, 06:30 PM
জুলাই মাসে চালু হওয়া বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা ‘স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) সুদহার অক্টোবর মাসে সামান্য বেড়ে হয়েছে ৭.২০ শতাংশ।
সোমবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের গড়ে এই সুদহার নির্ধারিত হয়েছে। ফলে অক্টোবর মাসে নেওয়া নতুন ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত স্মার্ট সুদ হার হবে ৭.২০ শতাংশ।
আগের মাস অগাস্টে এই সুদহার ছিল ৭.১৪ শতাংশ। এর আগের দুই মাস জুলাই ও জুন মাসে ‘স্মার্ট’ সুদহার ৭.১০ শতাংশ ছিল।
প্রতি ছয় মাসের গড় সুদহার হচ্ছে ‘স্মার্ট’ রেট। প্রতি মাসের প্রথম তারিখে বাংলাদেশ ব্যাংক তা জানিয়ে দেয়। এরসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ঋণ দিতে পারে। ফলে অক্টোবর মাসে নেওয়া ঋণের উপর সুদহার হবে সর্বোচ্চ ১০.২০ শতাংশ।
আর ব্যাংক বাহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) ৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ সুদহার হবে ১২.২০ শতাংশ।
আইএমএফ এর পরামর্শে ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ থেকে সরিয়ে নিয়ে গত জুলাই থেকে ‘স্মার্ট’ রেট চালু করে বাংলাদেশ ব্যাংক, যা চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতিতে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
মাসে মাসে ঠিক করা ঋণের এ সুদহার পরবর্তী ছয় মাসের মধ্যে পুননির্ধারণ করতে পারবে না বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ, অক্টোবরে যে গ্রাহক ৭.২০ শতাংশ স্মার্ট রেটে ঋণ নেবেন, আগামী ছয় মাস এই হার বদলাবে না।
নীতিমালা অনুযায়ী, কৃষি ও পল্লী ঋণের সুদহার সাধারণ ঋণের চেয়ে ১ শতাংশ কম হবে। সেক্ষেত্রে ‘স্মাট’ রেটের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ মার্জিন যোগ হবে। তাতে এ খাতের ঋণ সুদহার আগামী ছয় মাসের জন্য হবে ৯ দশমিক ২০ শতাংশ।
অবশ্য কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত ও ভোক্তা ঋণের আওতায় ব্যক্তিগত ঋণ ও গাড়ি ক্রয় এর ক্ষেত্রে ব্যাংক আরো এক শতাংশ সুপারভিশন চার্জ যোগ করতে পারবে, তবে তা শুধু বছরে একবারের বেশি হবে না।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: