ইউনিলিভারের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ উদ্যোগের সঙ্গে জড়িত ২ হাজার ১০০ পরিচ্ছন্নতাকর্মীকে এই সহায়তা দেওয়া হচ্ছে।
Published : 12 Aug 2024, 04:42 PM
চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের দুই হাজার ১০০ জন পরিচ্ছন্নতাকর্মীর আর্থিক অস্থিতিশীলতা কমাতে এবং তাদের জীবিকার অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহুজাতিক এ কোম্পানি জানিয়েছে, চলমান পরিস্থিতির কারণে এ সকল পরিচ্ছন্নতাকর্মী তাদের দায়িত্ব পালন করতে না পারায় অপ্রত্যাশিত আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের তাৎক্ষণিক সহায়তা করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সময়োপযোগী এ উদ্যোগ বাস্তবায়নে, ইউবিএল তাদের উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন স্যোশাল অ্যাকশনের (ইপসা) মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
এ সংগঠন চট্টগ্রামে ইউনিলিভারের উদ্যোগটি বাস্তবায়ন করছে।
২০২২ সাল থেকে ইউবিএল দেশের বৃহত্তম পৌরসভা-ভিত্তিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে।
বর্তমানে, ইউনিলিভারের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে ২ হাজার ১০০ পরিচ্ছন্নতাকর্মী এবং তাদের জীবিকার প্রবৃদ্ধি চট্টগ্রামের এ প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
এজন্য প্রতিষ্ঠানটি গত ১ অগাস্ট থেকে পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে।
বাড়তি সহায়তা ছাড়াও তাদের আয় টিকিয়ে রাখতে প্রকল্পটির মাধ্যমে সীমিত আকারে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।