“এর মাধ্যমে মেটলাইফ গ্রাহকরা তাদের বীমা পলিসি থেকে আরও উন্নত আর্থিক সুবিধা পাবেন।”
Published : 09 Oct 2024, 09:13 PM
মেটলাইফ বাংলাদেশ তাদের নতুন পণ্যের ইক্যুইটি বিনিয়োগ পরিচালনার জন্য আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
বুধবার আইডিএলসি গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই চুক্তির আওতায় মেটলাইফ বাংলাদেশের নতুন চালু হওয়া বীমা ‘এন্ডাউমেন্ট গ্রোথ’ এর জন্য আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ইক্যুইটি বা শেয়ার বাজার বিনিয়োগ পরিচালনা করবে। এর মাধ্যমে মেটলাইফ গ্রাহকরা তাদের বীমা পলিসি থেকে আরও উন্নত আর্থিক সুবিধা পাবেন।
মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাশুক-উল হক ওই চুক্তিতে সই করেন।
আইডিএলসির কাজী মাশুক-উল হক বলেন, “মেটলাইফ বাংলাদেশের নতুন পণ্যের ইক্যুইটি বিনিয়োগ পরিচালনা করতে পেরে আমরা উচ্ছ্বসিত। দীর্ঘমেয়াদী, ফান্ডামেন্টাল বিনিয়োগের উপর আমাদের প্রাধান্য মেটলাইফের স্থিতিশীল এবং নিরাপদ আর্থিক সমাধান প্রদানের লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ।”
মেটলাইফের আলা উদ্দিন আহমদ বলেন, “এই চুক্তিটি আমাদের উদ্ভাবনী এবং গ্রাহক-কেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের অঙ্গীকারের প্রতিচ্ছবি। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের পলিসি হোল্ডারদের আরো ভালো বীমা আর আর্থিক সুবিধা দিতে পারব।”