বিশ্বব্যাপী বাংলাদেশকে ‘ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখায়’ সেন্টার ফর এনআরবি এ পুরস্কার দিয়েছে।
Published : 13 Jan 2025, 05:50 PM
বিশ্বব্যাপী বাংলাদেশের ‘ব্র্যান্ডিংয়ে’ ভূমিকা রাখায় ‘ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইসলামী ব্যাংক।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছ থেকে পুরস্কার নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।
অন্যদের মধ্যে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাইফুদ্দিন খালেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।