ইন্দিরা রোডে ডাচ-বাংলা ব্যাংকের শাখা

প্রথম দিন থেকেই এ শাখায় স্বাভাবিক ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2022, 04:08 PM
Updated : 4 Oct 2022, 04:08 PM

রাজধানীর ফার্মগেইটের ইন্দিরা রোডে ডাচ-বাংলা ব্যাংকের ২২৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ইন্দিরা রোডের ম্যানচেস্টার প্লাজার দ্বিতীয় ও তৃতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংকের নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শীরিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ শাখার কার্যক্রম শুরু করা হয়।

ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও সহিদুর রহমান খান ও আবেদুর রহমান সিকদার; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিসিবিও এহতেশামুল হক খান এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

উদ্বোধনী দিন থেকেই এ শাখায় অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেইল, এসএমই, কর্পোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ও মোবাইল ব্যাংকিং এবং রেমিটেন্স সেবা দেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।