বস্ত্র ও চামড়া শ্রমিকদের দুর্ঘটনা বীমায় ৭০ লাখ ইউরো দেবে জার্মানি

বাংলাদেশ সরকারকে অনুদান হিসেবে দেওয়া এই তহবিল ব্যবস্থাপনা করবে শ্রম মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2023, 02:04 PM
Updated : 30 March 2023, 02:04 PM

বাংলাদেশে বস্ত্র ও চামড়া শিল্প খাতের শ্রমিকদের দুর্ঘটনা বীমা এবং সামাজিক সুরক্ষার জন্য ৭০ লাখ ইউরো অনুদান দিচ্ছে জার্মানি।

শ্রমিক কল্যাণে ব্যবহারে জার্মান সরকারের প্রতিশ্রুত এই অনুদানের অর্থ ফেরত দিতে হবে না।

বৃহস্পতিবার এ বিষয়ে জার্মানির সহযোগী সংস্থা জিআইজেড এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে।

ইআরডি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরীফা খান এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড ঢাকা কার্যালয়ের আবাসিক প্রতিনিধি ড. আন্দ্রেয়াস কুক চুক্তিতে সই করেন।

‘সোশাল প্রটেকশন ফর ওয়ারকার্স ইন টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে খাত দুটির শ্রমিকদের নিরাপত্তায় গৃহীত এই কার্যক্রম বাস্তবায়ন করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ।

২০২১ সালে জার্মান সরকারের সঙ্গে ‘কারিগরি সহযোগিতা’ নামের একটি চুক্তি করেছিল বাংলাদেশ সরকার। ওই সময় বাংলাদেশ সরকার জার্মানির কাছে প্রকল্পটির প্রস্তাব করে। তারই ধারাবাহিকতায় জার্মানি সরকার অনুদানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে।