আঁকা ছবিসহ নাম, শ্রেণি, স্কুলের নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে ওয়ান্ডার কেকের ফেইসবুক ইনবক্সে অথবা ক্যাম্পেইনের কমেন্টে বক্সে পাঠাতে হবে।
Published : 31 Dec 2024, 09:14 PM
শিশু-কিশোরদের আঁকা ছবি বাছাই করে সেরা ৫০০ জনকে নিয়ে একটি ক্যাম্পেইন আয়োজন করেছে প্রাণ আরএফএলের কেক ব্র্যান্ড ‘ওয়ান্ডার’।
দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ওয়ান্ডার ফুল ডে’ ওই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে। তাদের আঁকা ছবি ওয়ান্ডারের ফেইসবুক পেইজের ইনবক্সে পাঠানো যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। সেখান থেকে ৫০০ জনকে বাছাই করা হবে।
প্রাণ আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঁকা ছবিসহ নাম, শ্রেণি, স্কুলের নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে নিজের কিংবা অভিভাবকের ফেইসবুক থেকে শেয়ার করতে হবে ওয়ান্ডার কেকের ফেইসবুক ইনবক্সে অথবা ক্যাম্পেইনের কমেন্টে বক্সে। সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেবেন কার্টুনিষ্টরা।
ওয়ান্ডার কেকের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহাম্মদ আলী হাসান বলেন, “গত বছরের আয়োজনে আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই অনুরোধ করেছে অনুষ্ঠানে আগামীতে যেন আরও বেশি শিক্ষার্থীকে আনা হয়। আমরা আশা করছি, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চিত্রাঙ্কনের প্রতিভা দেখাতে পারবে এবং মজার দিন উপভোগ করতে পারবে।”