২০২৩ সালের জন্য এ পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
Published : 25 Jul 2023, 12:45 AM
‘দ্য অ্যাসেট ট্রিপল এ’ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডে ‘ইসলামিক ব্যাংক অফ দ্য ইয়ার’ ও ‘বেস্ট রিটেইল ব্যাংক’ পুরস্কার পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ।
২০২৩ সালের জন্য এ পুরস্কার দেওয়া হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ ব্যাংকিং খাতে উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা এবং সেবা দেয়ার সুবিধা বিবেচনা করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, স্বাচ্ছন্দ্যে সেবা দিতে রিয়েল টাইম অন-বোর্ডিং (আরটিওবি) এবং সাদিক নন ফেস-টু-ফেস-এর (এনএফটুএফ) মতো ডিজিটাল সল্যুশন রয়েছে ব্যাংকটির।
গ্রাহকদের দান সরাসরি দাতব্য সংস্থায় প্রদান করতে রয়েছে মুদারাবা ভিত্তিক ‘সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট’।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং সাব্বির আহমেদ বলেন, “আমাদের নিত্যনতুন প্রযুক্তি প্রয়োগ ও ক্যাশলেস ফাইন্যান্সিং করার পাশাপাশি গ্রাহকদের সকল চাহিদা পূরণের লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক কাজ করে যাচ্ছে। গ্রাহক আস্থা ও সমর্থনের জায়গা থেকেই দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৩-এ এই পুরস্কারগুলো আমরা অর্জন করতে সক্ষম হয়েছি।”
দেশের রিটেইল ও কর্পোরেট গ্রাহকদের জন্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের নেটওয়ার্ক পুরো এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত বলে জানিয়েছে ব্যাংকটি।
শরীয়াহ-সম্মতভাবে ব্যাক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার মধ্যে সংযোগ স্থাপন করে আসছে সাদিক সেবা, বলা হয় বিজ্ঞপ্তিতে।