প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ হাজার ৭০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
Published : 23 Jan 2025, 01:41 PM
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হল ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪’।
সনির নিজস্ব পরিবেশক স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড (সনি-স্মার্ট) দেশে প্রথমবারের মত এই আয়োজন করেছে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ হাজার ৭০০ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে বিভিন্ন পর্বে যাচাই বাছাইয়ের পর ২৫ জন শিল্পী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রাজধানী উত্তরার শাহীন আলম। তার হাতে তুলে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে নগদ ৫০ হাজার টাকা। আর ফার্স্ট রানার-আপ আহাদুর রহমান রাহাদ পেয়েছেন ৩০ হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ শ্যামল দেবনাথ নগদ ২০ হাজার টাকা।
এছাড়াও এই তিন বিজেতাকে সনি-স্মার্টের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ব্যাজ অ্যান্ড নয়েস কেনসেলিং সমৃদ্ধ সনির সর্বাধুনিক হেডফোন, সনির ব্লুটুথ নয়েস কেনসেলিং ডুয়াল এয়ারবাডস এবং সনির ওয়াটারপ্রুফ পোর্টেবল ব্লুটুথ স্পিকার।
এই তিনজন ছাড়াও মোট ১০ প্রতিযোগীকে আরও দেওয়া হয় স্মার্ট বাংলা কারাওকে মিউজিক সিস্টেম।
অনুষ্ঠানে বিচারক ছিলেন গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক কিশোর দাশ, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং ইসফাতরা রনি।
উপস্থিত ছিলেন এবারের পর্বের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংগীতশিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং উপ মহাব্যবস্থাপক আজাদ রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। ভিডিও বার্তায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছিলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, সালমা আক্তার ও রাশেদ উদ্দিন।
আয়োজক সনি-স্মার্টের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতাটি ছিল প্রতিভাবান শিল্পীদের জন্য এমন একটি মঞ্চ, যেখানে তারা নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছেন। এবারের এই আয়োজন সঙ্গীতের নতুন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।