আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে।
Published : 15 Dec 2023, 07:29 PM
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজের প্লাটিনাম কো স্পন্সর হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন।
নিউ জিল্যান্ডে এবারের সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ব্যাট-বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।
ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলায় ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েচে।