তার বিরুদ্ধে রিহ্যাব ট্রেইনিং ইনস্টিটিউটে আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে, বলছে রিহ্যাব।
Published : 23 Sep 2024, 11:34 PM
অনিয়মের মাধ্যমে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক প্রথম সহসভাপতি কামাল মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রিহ্যাব কার্যালয়ে পরিচালনা পর্ষদের পঞ্চম সভায় কামালকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কামাল মাহমুদ স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রিহ্যাবের ২০২১-২০২৩ মেয়াদের কমিটির সহসভাপতি ছিলেন। ওই কমিটির সভাপতি ছিলেন আলমগীর শামসুল আলামিন।
রিহ্যাব বলছে, বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত করে এক কোটি টাকা অনিয়মের বিষয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর রিহ্যাবকে অবহিত করে। তবে তৎকালীন বোর্ড এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিহ্যাবের বর্তমান বোর্ড বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কমিটি যাচাই করে অনিয়মের প্রমাণ পায়। এজন্য কামাল মাহমুদকে আত্মপক্ষ সমর্থন বা তার বক্তব্য তা জানার জন্য সুযোগ দিয়েছিল কমিটি।
গত ১৯ সেপ্টেম্বর রিহ্যাব কার্যালয়ে হাজির হয়ে তাকে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়। তবে কামাল মাহমুদ সেদিন রিহ্যাবে হাজির হননি। তার বিরুদ্ধে রিহ্যাব ট্রেইনিং ইনস্টিটিউটে আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “রিহ্যাব থেকে বহিষ্কৃত কামাল মাহমুদ এবং তার কোম্পানি রিহ্যাব সদস্যপদ সংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।”
বহিষ্কারের বিষয়ে জানতে কামাল মাহমুদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।